Fiverr.com. Upwork.com. Etsy.com. TaskRabbit.com. Merch by Amazon. Neighbor.com. OfferUp.com. Wonder.com.Fiverr.com. Upwork.com. Etsy.com. TaskRabbit.com. Merch by Amazon Neighbor.com. OfferUp.com. Wonder.com. ThredUp.com. Swap.com. Gazelle.com. CardSell.com.

Full width home advertisement

Post Page Advertisement [Top]

 বিশ্বের সব ডিজিটাল ডিভাইসে এখন বাংলা লেখা যায়

 
 বিশ্বের সব ডিজিটাল ডিভাইসে এখন বাংলা লেখা যায় প্রকাশিত: 25 জুলাই, 2022, 12:39 - আপডেট করা হয়েছে: 25 জুলাই, 2022, 12:49  

ডিজিটাল প্রযুুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা
 
 
 
 টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলা ভাষা এখন বিশ্বের সব ডিজিটাল ডিভাইসে লেখা যাবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার মাতৃভাষা বাংলা লিপি আরও বিস্তৃত। 
 
বাংলা লিপি অসমীয়া সহ বেশ কয়েকটি ভাষায় ব্যবহৃত হয়। কিন্তু একসময় বাংলা ভাষা অবহেলিত ছিল। বাংলা ভাষার কারিগরি সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। রবিবার রাতে ঢাকায় বিশ্ব সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্রে কবি জীবন তাপস তন্ময়ের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। কবি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর ও কবি জীবন তাপস তন্ময় বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, কবিতা ভাষা ও সাহিত্যের প্রাণ এবং কবি অসুন্দরের বিপরীতে সুন্দরের পূজারী।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলা যেতে পারে। বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ মহাকাব্য বাংলাদেশ। কবি শামসুর রাহমান বা হুমায়ূন আহমেদ আজ বাংলা সাহিত্যে সুপরিচিত নাম, কিন্তু একটা সময় ছিল যখন শরতের গল্প ছাড়া আমাদের পড়ার বিকল্প ছিল না। 1987 সালে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবনের পর থেকে বাংলা প্রকাশনার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। একুশ বইমেলার স্টলে বইয়ের গায়ে আমার হাতে বানানো বাংলা ফন্ট লেখা দেখলে গর্ববোধ করি, নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। মোস্তাফা জব্বার বলেন, অন্যান্য ভাষার বাংলা বর্ণের মতো বৈজ্ঞানিক বর্ণ নেই, দেবনাগরী বা হিন্দিতে সব ভাষার সঠিক উচ্চারণের সুযোগ নেই। বিদ্যাসাগর বাংলাকে সমৃদ্ধ করেছেন, নতুন প্রজন্মের কবি-সাহিত্যিকরা বিশ্বে বাংলা ভাষার অবস্থানকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। রেজওয়ান আহমদ তৌফিক এমপি বলেন, কবিরা আমাদের পথ দেখান, তারা আলো হয়ে দেখা দেন। কবি শ্যাম সুন্দর সিকদার কবিদের মানবতাবাদ ও আদর্শের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। সভাপতির বক্তব্যে অসীম সাহা বলেন, কবি-সাহিত্যিকরা একাই একটি প্রতিষ্ঠান। আগামী দিনে তরুণ কবিরা কবিতার রাজ্যে বিচরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 
1983 সালে, মোস্তফা জব্বার সম্পাদিত মাসিক নিপুণ ম্যাগাজিনে তার মেয়াদকালে একটি কভার স্টোরি অবলম্বনে নিপুণ পত্রিকার তিনটি অতিরিক্ত সংস্করণ তৈরি করা হয়। কাজের প্রতি মনোযোগী হলে সাফল্য নিশ্চিত।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]